বাগেরহাট সদর উপজেলা দশটা ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে ১. কাড়াপাড়া, ২. ষাটগম্বুজ, ৩. যাত্রাপুর, ৪. বেমরতা, ৫. গোটাপাড়া, ৬. খানপুর, ৭.বিষ্ণুপুর, ৮. বারুইপাড়া ৯. রাখালগাছি ও ১০. ডেমা। বাগেরহাট সদর উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা, পূর্বে কচুয়া উপজেলা, দক্ষিণে রামপাল ও মোড়েলগঞ্জ উপজেলা এবং পশ্চিমে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা। বাগেরহাট সদর উপজেলা ২২০৩৯ উত্তর অক্ষাংশ এবং ৮৯০৪৭ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত অবস্থিত জনপদের নামই বাগেরহাট সদর। আয়তন বাগেরহাট পৌরসভাসহ ৩১৬.৯৭ বর্গকিলোমিটার (১২২.৩৮ বর্গমাইল)। বাগেরহাট জেলা সদরের অধিকাংশ ভৈরব নদীর পশ্চিম তীরে এবং শহরের বর্ধিত অংশ ভৈরবের দক্ষিণ প্রবাহ দড়াটানার পশ্চিম তীরে অবস্থিত।
প্রাকৃতিক প্রভাব ও ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তীরবর্তী এবং অন্তবর্তী উপকূলীয় এলাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS