দড়াটানা, পানগুছি, মধুমতি, পশুর, হরিণঘাটা, মোংলা, বলেশ্বর, ভাংগ্রা, গোসাইরখালী ইত্যাদি নদীসমূহ বাগেরহাটকে করেছে নদী-বিধৌত।
মোল্লহাট উপজেলার কেন্দুয়া বিল হতে উৎপত্তি হয়ে চিত্রা নদী নামে নিমনমুখী হয়ে ভৈরব নদী নাম ধারণ করে প্রবাহিত হয়ে দড়াটানা নদী হিসেবে প্রবাহিত হয়ে পয়লাহারা নদী হিসেবে বহমান হয়ে পানগুছি নদী নাম ধারণ করে প্রবাহিত হয়। পরবর্তীতে পানগুছি নদী নিমনমুখে প্রবাহিত হয়ে বলেশ্বর নদী হিসাবে সুন্দরবন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।, যার আনুমানিক দৈর্ঘ্য-১৭৫.০০ কিঃমিঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস