প্রাচীনকাল থেকেই বাগেরহাট সদর জনগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। বাগেরহাট সদরে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে বাগেরহাট জেলা স্টেডিয়াম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক) গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
> খেলাধুলার স্থানঃ জেলা সদরের স্টেডিয়াম, বিভিন্ন কলেজ ও স্কুলের ৫৮ টি মাঠ । | |
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা | বাগেরহাট স্টেডিয়াম মাঠ |
|
|
জেলার উল্লেখযোগ্য খেলাঃ |
|
> ফুটবলঃ ১ম বিভাগ ফুটবল লীগ, ২য় বিভাগ ফুটবল লীগ, শিশু লীগ, আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট, বিভিন্ন বয়স ভিত্তিক প্রশিক্ষণ। | |
ফুটবল দলের একাংশ | ফুটবল দলের একাংশ |
|
|
> ক্রিকেটঃ ১ম বিভাগ লীগ, ২য় বিভাগ লীগ, বিভিন্ন বয়স ভিত্তিক লীগ ও টূর্ণামেন্ট। | |
ক্রিকেট দলের একাংশ | ক্রিকেট দলের একাংশ |
|
|
> অন্যান্যঃ হ্যান্ডবল, ভলিবল, সাঁতার, কাবাডি ও এ্যাথলেটিক্স এছাড়া নৌকা বাইচ ও ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। | |
| |
ভলিবল খেলা |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস