Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

বাগেরহাট সদর উপজেলা ২২৩৯ উত্তর অক্ষাংশ এবং ৮৯৪৭ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তরে ফকিরহাট, চিতলমারি ও মোল্লাহাট উপজেলা, পূর্বে কচুয়া উপজেলা, দক্ষিণ ও পশ্চিমে রামপাল উপজেলা এবং পূর্ব-দক্ষিণে মোরেলগঞ্জ উপজেলা অবস্থিত। বাগেরহাট সদর উপজেলার আয়তন বাগেরহাট পৌরসভাসহ ৩১৬.৯৭ বর্গকিলোমিটার (১২২.৩৮ বর্গমাইল)।১৩২ বাগেরহাট সদর উপজেলা দশটি ইউনিয়ন সমন্বয়ে গঠিত। এই উপজেলায় ১৮৪টি গ্রাম এবং ১৮৪টি মৌজা (১৭৮ টি গ্রাম এলাকায় এবং ৬টি পৌরসভা এলাকা) রয়েছে। বাগেরহাট সরদ উপজেলা তথা বাগেরহাট জেলা সদরে ৩১টি মহল্লাসহ ৯টি ওয়ার্ড সম্বলিত বাগেরহাট পৌরসভা বিদ্যমান।

 

কচুয়া এবং ফকিরহাট পুলিশ ফাঁড়ি স্থাপনসহ ১৮৬৩ খ্রিস্টাব্দে বাগেরহাটে পুলিশের থানার সদর দপ্তর স্থাপিত হয়।১৩৩ বিংশ শতাব্দীর আরও গতিশীল করার লক্ষ্যে ১ ফেব্রুয়ারি,১৯৮৫ খ্রিস্টাব্দে বাগেরহাট সদর উপজেলার সৃষ্টি হয়।১৩৪ বাগেরহাট সদর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার ছিলেন আমিনুর রহমান শাহরিয়ার।১৯৮৫ খ্রিস্টাব্দের মে মাসে বাংলাদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাগেরহাট সদর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন শেখ আব্দুর রহমান। ১৯৮৪ খ্রিস্টাব্দে বাগেরহাট সদর উপজেলা সৃষ্টির সময় উপজেলায় ইউনিয়নের সংখ্যা ছিল ০৯টি। ইউনিয়নগুলি হচ্ছে- ১. কাড়াপাড়া, ২. ষাটগম্বুজ, ৩. যাত্রাপুর, ৪. বেমরতা, ৫. গোটাপাড়া, ৬. খানপুর, ৭.বিষ্ণুপুর, ৮. বারুইপাড়া ও ৯. রাখালগাছি। ১৯৮৮ খ্রিস্টাব্দে সরকারের এক আদেশে রামপাল উপজেলার ডেমা ইউনিয়ন বাগেরহাট সদর উপজেলার সংগে যুক্ত হলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বাগেরহাট সদর উপজেলার সংগে যুক্ত হলে বাগেহরাট সদর উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা দাঁড়ায় ১০টি।